পরিচালক সঞ্জয় লীলা বানসালি নতুন বছরে বড় চমক নিয়ে আসছেন বলে জানা গেছে। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর নতুন ছবিতে ভক্তদের জন্য বড় চমক রেখেছেন বলে খবর বলিউড সূত্রের।
জানা গেছে, সঞ্জয় লীলা বানসালির নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন। এই ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল বানসালির সবচেয়ে প্রিয় অভিনেতা রণবীর সিংয়ের। কিন্তু সেই ছবিতে নাকি রণবীরকে সরিয়ে আল্লু অর্জুনকে কাস্ট করছেন বানসালি।
শোনা যাচ্ছে, টলিউড থেকেও থাকতে পারেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। যদিও এ নিয়ে সঞ্জয় লীলা এখনো মুখ খোলেননি।