ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার বেশকিছু নাটক ইউটিউবে কোটি ভিউ অতিক্রম করেছে। সম্প্রতি খুব অল্প সময়ে কোটির মাইলফলক ছুঁয়েছে তার অভিনীত নতুন আরেকটি নাটক।
এ ব্যাপারে অনুভূতি ব্যক্ত করে জোভান বলেন, ফিলিংসটা খুব ভালো। এটা অনেক বড় সাফল্য, আমি তো আসলে চাই দর্শকদের নিকট থেকে এমন রেসপন্স আসুক। মজার একটা ক্যাপশন লিখেছি। এ বছর আমার তিনটা কাজ এসেছে, তিনটাই ভালো। একটা রেকর্ড আরেকটা ভাঙছে। আরেকটা খুব ভালো কাজ ছিল, সেটা হচ্ছে তোমাদের গল্প। ওটাও খুব ভালো রেসপন্স পেয়েছিল। কাজ করার সময় তো বোঝা যায় না কোনটা সফল হবে, তবে সফল হলে ভালো অনুভূতি কাজ করে।
নতুন বছর নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই জোভানের। তার কথায়, নতুন বছরে আলাদা করে কোনো স্ট্র্যাটেজি মেইনটেন করতেছি না। যেটা সবসময় করি, গল্পকে প্রাধান্য দিই। গল্পের ওপর কাজ করার চেষ্টা করছি।
সিনেমায় কাজের ব্যাপারে তার ভাষ্য, আমি চাই প্রথমে নিজের অভিনয়ের মান বাড়াতে, তারপর বড় পর্দায় কাজ করব।

