নতুন বছরের শুরুতে বিপিএলের মাঠে সিলেট-ঢাকা লড়াই

0
নতুন বছরের শুরুতে বিপিএলের মাঠে সিলেট-ঢাকা লড়াই

নতুন বছরের শুরুতেই মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ দিয়েই শুরু হলো নতুন বছরের বিপিএল আয়োজন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে আগে ব্যাট করতে হচ্ছে সিলেট টাইটান্সকে। ম্যাচ শুরুর আগে উইকেট ও কন্ডিশন বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ঢাকার অধিনায়ক।

নতুন বছরের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার লক্ষ্য দুই দলেরই।

একদিকে সিলেট টাইটান্স ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ার চেষ্টা করবে, অন্যদিকে শক্তিশালী বোলিং আক্রমণ দিয়ে শুরু থেকেই চাপ সৃষ্টি করতে চায় ঢাকা ক্যাপিটালস।

সিলেট একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, আফিফ হোসেন, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির ও খালেদ আহমেদ।

ঢাকা একাদশ: সাইফ হাসান, উসমান খান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), জুবাইদ আকবারি, নাসির হোসেন, শামীম হোসেন, সাব্বির রহমান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও সালমান মির্জা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here