ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা ও সুরক্ষা বাড়াতে নতুন ফিচার চালু করেছে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। কিশোর-কিশোরী, অভিভাবক এবং কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) জন্য তৈরি করা হয়েছে এ ফিচার।
টিকটক জানায়, তরুণ ব্যবহারকারীদের নিরাপদ রাখতে প্ল্যাটফর্মটিতে ৫০টিরও বেশি সুরক্ষাব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে ডিফল্ট স্ক্রিন টাইম লিমিট, সরাসরি মেসেজ পাঠানো সীমিতকরণ এবং বয়স যাচাই উল্লেখযোগ্য। অভিভাবকদের জন্য ফ্যামিলি পেয়ারিং ফিচার। সন্তানরা কনটেন্ট শেয়ার করলে অভিভাবকরা নোটিফিকেশন পাবেন এবং প্রাইভেসি সেটিংসও দেখতে পারবেন। পাশাপাশি ম্যানেজ টপিক্স ফিচারে সন্তানের ফিডে কোন বিষয় বেশি দেখা যাবে, সেটিও নির্ধারণ করা যাবে।
ডিজিটাল ভারসাম্য রক্ষায় এসেছে ‘ওয়েল-বিয়িং মিশনস’ ও ‘ডিজিটাল ওয়েল-বিয়িং হাব’-যেখানে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট ও স্লিপ আওয়ারসের মতো টুল একসঙ্গে পাওয়া যাবে। অন্যদিকে ক্রিয়েটরদের জন্য যুক্ত হয়েছে ‘ক্রিয়েটর কেয়ার মোড’, ‘কনটেন্ট চেক লাইট’ ও ‘ক্রিয়েটর ইনবক্স’, যা মন্তব্য ফিল্টার, ভিডিও যাচাই করবে।

