অবশেষে স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করে নতুন সম্পর্কের খবর সামনে আনলেন বলিউড অভিনেতা ইমরান খান। জানা গেছে, এই অভিনেতা বর্তমানে লেখা ওয়াশিংটন নামের এক দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন।
ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইমরান। তিনি জানান, ২০১৯ সালেই অবন্তিকার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়।
ইমরান খান বলেন, ‘লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছি বলে যে গুঞ্জন রয়েছে- এটি সত্য। আমার (ইমরান-অবন্তিকা) বিবাহবিচ্ছেদ হয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আলাদা হয়েছি।’
এদিকে, অবন্তিকার সঙ্গে সংসার ভাঙা নিয়ে লেখা ওয়াশিংটনকে দায়ী করা নিয়ে ক্ষুব্ধ ইমরান খান বলেন, ‘খবর রয়েছে আমার (ইমরান-অবন্তিকা) সংসার ভেঙেছেন লেখা ওয়াশিংটন। এ খবরটি আমাকে ক্ষুব্ধ করেছে।’
কিছুটা ব্যাখ্যা করে ইমরান খান বলেন, ‘লকডাউনের সময়ে লেখার সঙ্গে আমার ঘনিষ্ঠতা তৈরি হয়। অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের দেড় বছর পর আমাদের (ইমরান-লেখা) মাঝে সম্পর্ক তৈরি হয়।’
উল্লেখ্য, দীর্ঘ আট বছর প্রেম করার পর ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। ২০১৪ সালে তাদের মেয়ে ইমারার জন্ম হয়। ইমরান খানের আরেক পরিচয় তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর একাধিক বক্স অফিস সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাট্টি বাট্টি’। এটি ২০১৫ সালে মুক্তি পায়। নিখিল আদভানি পরিচালিত সিনেমাটিতে কঙ্গনা রাণৌতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ইমরান। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। এরপর সিনেমা থেকে দূরে সরে যান অভিনেতা। মাঝখানে ‘মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ইমরান। শোনা যাচ্ছে, ফের বড়পর্দায় দেখা যাবে এই অভিনেতাকে।