উত্তর কোরিয়া শিগগিরই তাদের পরবর্তী ধাপের পারমাণবিক পরিকল্পনা প্রকাশ করবে। দেশটির নেতা কিম জং উন বলেছেন, আসন্ন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে (দলীয় সর্বোচ্চ বৈঠক) পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্ত করার নতুন কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।
মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধানের সময় কিম এ কথা বলেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, কিম বলেন—এই পরিকল্পনার লক্ষ্য হলো দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করা। তিনি দাবি করেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল শত্রুদের জন্য ‘মানসিকভাবে বড় চাপ’ তৈরি করবে।
কিম জং উন ওই পরীক্ষায় উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা এবং তার কন্যাও। পরীক্ষায় একটি বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার থেকে একসঙ্গে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিম বলেন, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫৮ কিলোমিটার দূরের সাগর এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
জাপানের গণমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরের দিকে ছোড়া হয়। এর মধ্যে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়ে।
বিশ্লেষকদের মতে, আসন্ন দলীয় কংগ্রেসে কিম জং উন ঘোষণা দিতে পারেন যে, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

