নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। এবার করপোরেট জগতে পা রাখলেন দেশসেরা এ নায়ক। গতকাল দুপুরে রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে শাকিব নিজেই এ ঘোষণা দেন।
এদিন রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন তিনি। যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিমার্কের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।