নতুন পরিচয়ে ববি

0

ঢালিউডের অন্যতম লাস্যময়ী ও আবেদনময়ী অভিনেত্রী ইয়ামিন হক ববি। নায়িকা হিসেবে সুনাম অর্জনের পর তাকে প্রযোজক হিসেবেও দেখা গেছে। এবার আরও একটি নতুন পরিচয়ে আসছেন তিনি। জানা গেছে, ববির গল্পে নির্মাণ করা হচ্ছে ‘মাস্টারমাইন্ড’ নামের একটি সিনেমা। এটি নির্মাণ করবেন সৈকত নাসির।

ববি জানান, এই সিনেমার গল্প ও কনসেপ্ট তার নিজের। করোনাকালে ঘরবন্দি থেকে কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন ববি। এরমধ্যে বাবা-মেয়ে আর স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্প সাজিয়েছেন এই নায়িকা। গল্পটা তার দেখা নয়, ইমাজিনেশন থেকে সৃষ্টি। সেই গল্পের সূত্র ধরে চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু।

উল্লেখ্য, নায়িকা ববি সিনেমায় প্রথমবার গল্প দিলেও এর আগে টেলিছবির গল্প দিয়েছেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here