ক্যারিয়ারের নতুন পথচলার শুরুটা প্রত্যাশিত রঙে রাঙিয়েছেন করিম বেনজেমা। আল ইত্তিহাদের জার্সি গায়ে অভিষেকেই পেয়েছেন জালের দেখা ও জয়ের স্বাদ। তাতে হয়ে উঠেছেন আরও আত্মবিশ্বাসী। দৃঢ় কণ্ঠে বলেছেন, একটু একটু করে আরও শক্তিশালী হয়ে উঠবেন তারা।
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে বৃহস্পতিবার (২৭ জুলাই) এসপেরান্সের সঙ্গে ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন বেনজেমা। ১-১ সমতায় দ্বিতীয়ার্ধ শুরুর পর ৫৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে তিনি করেন দর্শনীয় এক গোল। ‘এ’ গ্রুপের ম্যাচটি ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
রিয়াল মাদ্রিদে সাফল্যে ভরা ১৪টি বছর কাটিয়ে ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা। সেখানে তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন স্বদেশি তারকা মিডফিল্ডার এনগোলো কঁতেকে। এদিন বদলি হিসেবে নামেন চেলসি ছেড়ে আসা এই ফুটবলার। কঁতেকে সঙ্গে নিয়ে উচ্ছ্বসিত ক্লাব সমর্থকদের অভিবাদনের জবাব দেন ব্যালন দ’র জয়ী বেনজেমা। ম্যাচের পুরোটা সময় সমর্থন জানানোয় ভক্তদের ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, আবহ ছিল চমৎকার এবং সমর্থকরা প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত দলকে সমর্থন দিয়েছে। আমরা ভালো অবস্থায় আছি এবং প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছাতে কাজ করে যাব। আমরা জানি, এভাবে সমর্থন পেলে আমরা অসাধারণ কিছু অর্জন করতে পারি। সমর্থকদের ধন্যবাদ।