নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা বিসিবির, খেলবেন যারা

0
নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা বিসিবির, খেলবেন যারা

আর মাত্র কয়েক দিন। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। এর মাঝেই নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ’।

সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকার ক্লাব ক্রিকেট লিগের বাইরে থাকা ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য এই লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই টুর্নামেন্টের প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ।

সম্ভাব্য ছয় থেকে আটটি দল নিয়ে গঠিত বিশেষ এই টুর্নামেন্টের সবগুলো খেলা হবে বগুড়া ও রাজশাহীতে। জাতীয় নির্বাচক প্যানেলের সদস্যরা বাছাই করবেন কোন দলে কারা খেলবেন। 

এই টুর্নামেন্ট খেলার জন্য দুটি মানদণ্ড ঠিক করা হয়েছে। প্রথমত, যারা বিপিএলের নিলাম তালিকায় ছিলেন কিন্তু দল পাননি। আর দ্বিতীয়ত, প্রথম বিভাগ ক্রিকেট লিগের ৮টি দলে নাম লেখানো ক্রিকেটার- যারা লিগ খেলতে পারছেন না। 

খেলোয়াড়দের পারিশ্রমিকসহ সবকিছুর জন্য বিসিবির পক্ষ থেকে টিম ম্যানেজমেন্ট গুছিয়ে দেওয়া হবে। এ ছাড়া টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য বিসিবির পক্ষ থেকে শিগগিরই জানানো হবে বলে জানা গেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here