নতুন করে ভাইরাল হতে চাই না : অপু বিশ্বাস

0

শুক্রবার রাতে কয়েকটি ফেসবুক পেইজে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও নায়িকা অপু বিশ্বাসের কথোপকথন দাবি করে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। যা এরই মধ্যে টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে। ডালপালা মেলছে নানা গুঞ্জনের। যদিও অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নির। বিষয়টি নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন বুবলী। তিনি এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে মন্তব্য করেছেন। 

এদিকে, এই অডিও ভাইরালের পেছনে ‘পরোক্ষভাবে’ অনেকে দায়ী করছেন অপু বিশ্বাসকে। এ বিষয়ে জানতে চাইলে আজ সকালে বাংলাদেশ প্রতিদিনকে অপু বিশ্বাস বলেন, ‘দেখুন এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না। কেনইবা আমাকে প্রশ্নবানে জর্জরিত করা হচ্ছে? যাদের নিয়ে এই আলোচনা, তারাই ভালো বলতে পারবেন। তাদের কাছেই প্রশ্ন রাখুন। আমি কোনো মন্তব্যই করতে চাই না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here