নতুন এআই ইমেজ মডেল আনল ওপেনএআই

0
নতুন এআই ইমেজ মডেল আনল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরির প্রযুক্তিতে নতুন অগ্রগতি আনল ওপেনএআই। প্রতিষ্ঠানটি ‘জিপিটি ইমেজ ১.৫’ নামে একটি নতুন ইমেজ জেনারেশন মডেল উন্মোচন করেছে। মঙ্গলবার থেকে এই মডেলটি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। এপিআইয়ের (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) মাধ্যমেও এটি ব্যবহার করা যাবে।

ওপেনএআই জানিয়েছে, নতুন এই মডেল আগের তুলনায় নির্দেশনা অনেক ভালোভাবে বুঝতে পারে। ফলে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ছবি তৈরি ও সম্পাদনা আরও নিখুঁত হবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো, ছবি তৈরির গতি আগের চেয়ে প্রায় চার গুণ বেড়েছে।

প্রতিষ্ঠানটির আগের ইমেজ মডেল ‘জিপিটি ইমেজ ১’ প্রকাশিত হয়েছিল চলতি বছরের এপ্রিলে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে উন্নত পোস্ট–প্রোডাকশন সুবিধা (ছবি তৈরির পর সম্পাদনার কাজ)। এখন ছবি সম্পাদনার সময় মুখের অভিব্যক্তি, আলো, রঙ ও ছবির সামগ্রিক গঠন ঠিক রাখা সহজ হবে।

এআই দিয়ে ছবি সম্পাদনায় আগে একটি বড় সমস্যা ছিল ধারাবাহিকতা। ছোট কোনো পরিবর্তনের অনুরোধ দিলেই পুরো ছবি বদলে যেত। ওপেনএআই বলছে, নতুন মডেলে এই সমস্যা অনেকটাই কমবে।

চ্যাটজিপিটিতে ছবির জন্য আলাদা একটি ইন্টারফেসও যুক্ত করা হয়েছে। সাইডবারে থাকা এই অংশটি একটি ‘ক্রিয়েটিভ স্টুডিও’র মতো কাজ করবে। এখানে ছবি দেখা, সম্পাদনা করা এবং নতুন আইডিয়া নেওয়া সহজ হবে।

এআই প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। গুগলের জেমিনি সিরিজের সঙ্গে পাল্লা দিতেই ওপেনএআই দ্রুত নতুন মডেল আনছে। ওপেনএআই বলছে, তাদের লক্ষ্য একটাই—ব্যবহারকারীর ভাবনাকে দ্রুত বাস্তবে রূপ দেওয়া এবং শব্দের পাশাপাশি ছবির মাধ্যমে গল্প বলাকে আরও সহজ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here