শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীত মৌসুমে মানবিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নড়িয়া উপজেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব লাকি দাস। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতজনিত দুর্ভোগ অনেকাংশে কমবে।
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাবের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

