নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেল শেখ (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল খুলনার দিঘলিয়া থানা সদর এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় নসিমন চালক মাহমুদুল হাসান (৪০) আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী সোহেল শেখ নসিমন যোগে খুলনার দিঘলিয়া থেকে গরু নিয়ে নড়াইলের ধোপাখোলা এলাকায় আসছিলেন। পথিমধ্যে গোবরা বাজার এলাকায় আরেকটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল শেখ ঘটনাস্থলে নিহত হন। চালক মাহমুদুল আহত হয়েছেন।