নড়াইলে বিএনপির কমিটিতে ফ্যাসিবাদের দোসররা!

0
নড়াইলে বিএনপির কমিটিতে ফ্যাসিবাদের দোসররা!

‎নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস আধিপত্য বিস্তার এবং নিজের শক্তি বাড়ানোর জন্য ফ্যাসিবাদের দোসরদের দলে টানছেন বলে অভিযোগ ওঠেছে। এতে দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরা ক্ষুব্ধ। কারণ যারা এতদিন বিএনপিসহ বিরাধীদলকে অত্যাচার-নির্যাতন করেছে, তাদের দলে নেওয়া হয়েছে। 

নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বিরুদ্ধে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে নানা অভিযোগ করেছেন দলের ত্যাগী নেতা-কর্মীরা। তারা জালজালিয়াতির মাধ্যমে কমিটিতে আওয়ামী লীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজনকে উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত এবং অনুমোদন দেয়। সবমিলিয়ে আওয়ামী লীগের আটজনকে কালিয়া উপজেলা ও পৌর কমিটিতে ঢোকানো হয়।  তারা হলেন- অ্যাডভোকেট এ এস এম সাইফ আহমেদ হিরক (আইনবিষয়ক সম্পাদক), মো. জামেরুল ইসলাম (মৎস্যজীবী বিষয়ক সম্পাদক), মোল্লা জাকির হোসেন (সহ যুব বিষয়ক সম্পাদক), মো. মিলু মল্লিক, মো. রাফিকুজ্জান ও আনিসুর রহমান মাহরূফ (সদস্য)। এছাড়া বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতেও একইভাবে আওয়ামী লীগের লোকজনকে পদ দিয়েছে তারা। এর প্রতিবাদের ত্যাগী নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা ইউসুুফ বলেন, আমাদের দেওয়া তালিকাটি জাল-জালিয়াতির মাধ্যমে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ফ্যাসিস্টের অসংখ্য লোকজনকে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে অন্তর্ভুক্ত করে। তিনি জেলা ও উপজেলা কমিটি কাউন্সিলের মাধ্যমে পুনর্গঠনের দাবি জানান।

‎বি এম  বাকির হোসেন স্মৃতি সংস্থার সভাপতি ও জিয়া পরিষদের নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বি এম নাগিব হোসেন বলেন, কমিটি নিয়ে বাণিজ্যের কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।  

‎এসব ব্যাপারে জানতে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করলেও জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও  সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফোন ধরেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here