নড়াইল সদর ও লোহাগড়া থানায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ জুন) রাতে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য জানান।
জানা গেছে, গ্রেফতার হওয়া ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামির নাম তুষার কান্তি মালাকার। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশভিটা গ্রামের মৃত বীরেন্দ্র মালাকারের ছেলে।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।