নড়াইলে ডাকাতিকালে হত্যায় পাঁচ আসামির যাবজ্জীবন

0
নড়াইলে ডাকাতিকালে হত্যায় পাঁচ আসামির যাবজ্জীবন

নড়াইল সদর উপজেলায় ডাকাতির সময় কুপিয়ে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার ধুড়িয়া গ্রামের আব্দুর রশিদ মুন্সির ছেলে শাহিন মুন্সি, ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়ার ছেলে আক্তারুজ্জামান বাবুল, মৃত সলেমানের ছেলে সেলিম হোসেন, ফেদী গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম মৃধা এবং মাগুরার খানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তেজারত মোল্যা।

রায় ঘোষণার সময় আসামি তেজারত মোল্যা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি চারজন এখনও পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৪ জুন রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় নির্মল পোদ্দারের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে আসামিরা। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এসময় নির্মল পোদ্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় ডাকাতরা। পরে চিকিৎসাধীন অবস্থায় নির্মল পোদ্দার মারা যান।

ঘটনার পর নিহতের মেয়ে পলি পোদ্দার নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন। তবে প্রমাণের অভাবে তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু মামলার পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here