নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ২৪ কেজি গাঁজাসহ লেকবার সরদার (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা শাখা। আটক লেকবার সরদার নড়াগাতী থানার পাখিমারা পশ্চিমপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।
সোমবার সকালে নড়াগাতী থানার পাখিমারা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতীর থানার পাখি মারা পশ্চিমপাড়ায় লেকবারের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে পলিথিনে মোড়ানো ১২টি প্যাকেটে থাকা মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।