জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়ায় ওলিয়ার মোল্যা (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরদিঘলিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমাার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওলিয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।