নড়াইলে কলেজছাত্রের লাশ উদ্ধার

0

নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে।

পুলিশ জানায়,নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাস ও তার ৪ সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশুনা করতেন। বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে না পেয়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here