নড়াইলে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ, নারীসহ আহত ৩

0

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে পারিবারিক বিরোধের জের ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত টোকন আলী করফা গ্রামের সৈয়দ নওয়াব আলীর ছেলে। এদিকে পিতাকে মারধর থেকে রক্ষা করতে গিয়ে নিহতের দুই ছেলেসহ এক নারী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (৭ মে) সন্ধ্যার দিকে সৈয়দ টোকন আলীকে তার আপন ভাই সৈয়দ ফেরদাউস, ফেরদাউসের ছেলে সৈয়দ করিম, সৈয়দ রহিমসহ পক্ষের কতিপয় লোক ধারালো দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় টোকন আলীর ছেলে সৈয়দ রুবেল ও রাজু পিতাকে মারধরে হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসলে প্রতিপক্ষরা দুইভাইসহ রুবেলের স্ত্রী মাসুমা বেগমকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে টোকনের শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এখানে তিনি  (টোকন) বেলা সাড়ে ১২টার দিকে মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here