নজর থাকবে ডি কক ও মালানের দিকে

0

ক্রিকেট বিশ্বকাপে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মাঠে নামছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে। হেরেছে একটি। অন্যদিকে ইংল্যান্ড তিন ম্যাচের দুটিতেই হেরেছে। জয় পেয়েছে একটি। 

এই ম্যাচে নজর থাকবে কুইন্টন কুইন্টন ডি কক ও ডেভিড মালানের দিকে। নিজেদের দিনে তারা ব্যাট হাতে মাঠের বাইশগজি জমিনে ঝড় তুলে একাই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ জমে উঠতে পারে দু’জনের ব্যাটিং লড়াই।

এই বিশ্বকাপেই নিজের প্রথম তিন ম্যাচের দু’টিতে করেছেন সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রান করা ডি কক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয ম্যাচে খেলেন ১০৯ রানের ইনিংস। তার সেঞ্চুরির সুবাদে ওই দুই ম্যাচেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে ডি ককের ব্যাট হাসেনি, করেছেন মাত্র ২০ রান। তার দলও জিততে পারেনি।

অন্যদিকে ৩৬ বছর বয়সি ডেভিড মালান সব মিলে ওয়ানডেই খেলেছেন মাত্র ২৪টি। তাতেই তিনি করেছেন ১২৩২ রান। সেঞ্চুরি করেছেন ৬টি, সঙ্গে হাফ সেঞ্চুরিও আছে ৫টি। মানে ২৪ ম্যাচের ১১টিতেই ৫০ উর্ধ্ব ইনিংস খেলেছেন। বিশ্বকাপ রোমাঞ্চ গায়ে মাখছেন এবারই প্রথম। আর প্রথম বিশ্বকাপ খেলতে এসে এরই মধ্যে পেয়ে গেছেন সেঞ্চুরির স্বাদও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here