টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকেলে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, সেনেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে বেশ কিছু সন্দেহজনক ওষুধ জব্দ করা হয়। পরবর্তী তদন্ত ও ল্যাব পরীক্ষায় এগুলো নকল প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে বিষয়টি সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়েছে এবং পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।
লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সাপ্লাইকারি প্রতিনিধি প্রতারণা করেছেন। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, বাজারে ভেজাল ও নকল ওষুধের সংখ্যা বাড়ায় প্রতিদিন সাধারণ মানুষ ঝুঁকিতে পড়ছেন। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

