পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়েছে দেশটির রাজনীতির মাঠ। ভোটের প্রচারণার সবশেষ বক্তব্যে পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী বিলওয়াল ভুট্টো বলেন, নওয়াজ শরিফ যদি চতুর্থবারের মতো নির্বাচিত হন তাহলে ছয় মাসের মধ্যে তাকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার নিজ আসনে দেওয়া বক্তব্যে নওয়াজ শরিফকে ইঙ্গিত করে বিলোওয়াল আরও বলেন, শরিফ ক্ষমতায় আসার পর ফের তৈরি হবে অস্থিতিশীলতা। তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় এলে তার সময়কাল হবে সংক্ষিপ্ত।
অন্যদিকে পাকিস্তানের জাতীয় নির্বাচনের বাকি মাত্র একদিন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটিতে নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। কিন্তু কমছে না উত্তেজনা। বেশ কিছু সহিংসতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও জিও টিভি।