নওয়াজ শরিফকে নির্বাচনে ‘দুই আম্পায়ার’ সুবিধা দিচ্ছে, অভিযোগ ইমরানের

0

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির সাধারণ নির্বাচন। এই নির্বাচনে এরই মধ্যে প্রচারণায় নেমেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

এদিকে, নওয়াজ শরিফের দল পিএমএল-এনের বিরুদ্ধে দুই আম্পায়ারের সহযোগিতা নিয়ে অভিযোগ করেছেন দেশটির আলোচিত ও সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি বলেছেন, দুই আম্পায়ারের একজন তার পক্ষে ‘নো বল’ দিয়েছেন। 

পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, পিটিআইকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য ও নওয়াজ শরিফকে সুবিধা করে দেওয়ার জন্য সাম্প্রতিক ঘটনাগুলো ঘটানো হয়েছে। এগুলো লন্ডনের পরিকল্পনার অংশ। 

তবে তিনি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশটির সাধারণ নির্বাচনে জনগণের ভোটের ওপর আস্থা রাখছেন।

তিনি মনে করেন, তার প্রতি ও পিটিআইয়ের প্রতি যে আচরণ করা হয়েছে, জনগণ ভোটের মাধ্যমে এর প্রতিক্রিয়া জানাবেন।

ইমরান দাবি করেন, তার সরকারের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার কথিত ষড়যন্ত্র ফাঁস করার জন্য তাকে এ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। 

ইমরান অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে তার দল পিটিআইকে দুর্বল করে দিতেই ‘ব্যাট’ প্রতীকবিরোধী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, তোশাখানা থেকে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ গাড়ি নিলেও তাদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। অথচ তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে।

ইমরান আরও অভিযোগ করেন, আদালতের আদেশ সত্ত্বেও মনোনয়নের ব্যাপারে জেলে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করার সুযোগ তাকে দেওয়া হয়নি। সূত্র: ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here