পাকিস্তানের ভোটের ফলাফল ও এরপর নানা জটিল সমীকরণ মিলিয়ে অবশেষে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলীম লীগ-পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিএমএল-এন বলছে, দলীয় প্রধান নওয়াজ শরিফ নয়, এই সরকারের প্রধান হিসেবে থাকবে তার ভাই শাহবাজ শরিফ।
একই সঙ্গে শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন দেশটির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এছাড়া তিনি তার মেয়ে মরিয়ম নওয়াজ শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। এই পরিস্থতিতে নওয়াজ রাজনীতিতে সক্রিয় থাকবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও সেটি নাকচ করে দিয়েছেন নওয়াজ-কন্যা মরিয়ম।
তিনি বলেন, যারা মনে করছেন, নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছেড়ে দেয়ার মধ্যে দিয়ে সক্রিয় রাজনীতি থেকেও ইস্তফা নিচ্ছেন, তারা মূলত ভুল করছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছর তিনি রাজনীতির মাঠ দাঁপিয়ে বেড়াবেন। তিনি প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের মধ্যকার বিভেদ কমিয়ে আনবেন। জনগণের জন্যে তার নিঃস্বার্থ অবদান এবং সংগ্রাম অব্যাহত থাকবে। নওয়াজ শরীফ একজনই। তার স্থানে বসার মতো কেউ দলে নেই।
সূত্র : জিও নিউজ।