নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীতে নেতা আলফ্রেড সরেনের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে পল্লীর ছায়াঘেরা নির্জন স্থানে আলফ্রেড সরেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা বাসদ, জেলা সিপিবি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন থেকে এসময় পুষ্প স্তবক অর্পণ করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা দীলিপ পাহান, আলফ্রেড সরেনের ছোট বোন রেবেকা সরেন, ছোট ভাই মহেশ্বর সরেন প্রমূখ।