নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান পোরশার তাঁতিপাড়া মোড়ে নিজ নির্বাচনি ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ উত্থাপন করেন।
নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান নওগাঁ-১ আসন (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) থেকে ট্রাক প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে রয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি আরো বলেন, এছাড়া খাদ্যমন্ত্রীর লোকজন তিন উপজেলার সকল স্থানে তার পোষ্টার, ব্যানার ছিড়ে ফেলছেন। তাই তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
পোরশা থানার ওসি আতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাটনগর এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।