নওগাঁয় হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতের আসর। প্রয়াত সুর সাধক মোমিনুল হক ভুটি স্মরণে এই আসরের আয়োজন করা হয়। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ শহরের কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় এই সঙ্গীত আয়োজন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় শাস্ত্রীয় সঙ্গীতের এই আসরে স্বাগত কথন ও উদ্বোধনী পর্বে একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ বক্তব্য রাখেন। পরে প্রয়াত সুর সাধক ও ভাষা সংগ্রামী মোমিনুল হক ভুটির জীবনী পাঠ করেন একুশে পরিষদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রণজিৎ কুমার পাল।