নওগাঁয় বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে ঘুষ, দুর্নীতি ও হয়রানির বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক।
জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে শুনানিতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত) আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং দূর্নীতি প্রতিরোধ কমিটি নওগাঁর সভাপতি ডাক্তার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।