নওগাঁয় ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

0

নওগাঁ-রাণীনগর আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আনিকুল ইসলাম অনিক (১৬)  নামে একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহসড়কের চকবুলাকি গ্রামের মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আনিকুল ইসলাম অনিক বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কেঁল্লাপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে। ঘটনার পর ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকটটি আটক করেছে। ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছ। 

এদিকে, পরিবার সূত্রে জানা যায়, আনিকুল ইসলাম অনিক নওগাঁ শহরের সীমান্ত পাবলিক স্কুলে বাণিজ্য বিভাগে পড়াশোনা করতো।  আজ রাতে এশার নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here