নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের টাইম স্কয়ারের অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মুফতী মো. রাশেদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শাইহুল হাদিস আব্দুল্লাহ মাসরুর আকূনী। এ সময় আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা হেলাল হাশেমী, সহ-সভাপতি মওলানা আহমাদুল হক ও মুফতী ইব্রাহিমসহ প্রমুখ।