নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

0
নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে এএসআই সাহাবুদ্দিনের টিম শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালায়। পরে বিকেল ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার রুবেল হোসেন (৩৪), যিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি; ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫); এবং নোয়াখালীর মুরাদপুরের মোমিনুল ইসলাম সোহাগ (৪৩), যিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে ফারজানা হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে অন্য জেলা থেকে বাসযোগে গাঁজা আনা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশ তাজের মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় মোমিনুল হাতে থাকা ট্রাভেল ব্যাগ রুবেল ও সনির কাছে হস্তান্তর করার মুহূর্তে তাদের আটক করা হয়। পরে ব্যাগের ভেতর কচটেপ মোড়ানো পাঁচটি প্যাকেটে মোট ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৩শ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। মোমিনুল বিভিন্ন জায়গা থেকে মাদক সরবরাহ করে, আর রুবেল ও সনি তা কিনে নওগাঁসহ আশপাশের এলাকায় বিক্রি করত। তাদের সবার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সদর থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here