ধ্যান শিখতে নেপালে আমির খান!

0

অভিনয় থেকে খানিকটা বিরতি নিয়েছেন বলিউডের জননন্দিত অভিনেতা আমির খান। আর সেই ফাঁকে তিনি ১০ দিনের সফরে গেছেন নেপালে। তবে কোনো উদ্দেশ্যহীন ঘোরাঘুরি নয়। সেখানে বিশেষ কিছু শিখবেন আমির।

নেপালে ধ্যানের প্রশিক্ষণ নেবেন আমির। গতকাল সোমবার কাঠমান্ডু পৌঁছান আমির।

‘নেপাল বিপাসনা কেন্দ্র’ আমিরের পৌঁছার খবরটি নিশ্চিত করে মঙ্গলবার জানিয়েছে, এরই মধ্যে কোর্সও শুরু করে দিয়েছেন আমির।

জানা গেছে ‘মানসিক প্রশান্তির’ খোঁজ পেতেই ধ্যানের কোর্সটি করছেন আমির।

গত বছর ‘লাল সিং চাড্ডা’র পর সিনেমা থেকে বিরতির ঘোষণা দেন আমির। জানিয়েছিলেন, তিনি পরিবারকে সময় দিতে চান।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here