ধূমপান না করেও বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

0
ধূমপান না করেও বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসারে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজন কখনও ধূমপান করেননি। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের যৌথ এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, যারা জীবনে ১০০টিরও কম সিগারেট খেয়েছেন (অর্থাৎ কার্যত ধূমপায়ী নন), তাদের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ ফুসফুস ক্যানসারের ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার পিটার ম্যাককালাম ক্যানসার সেন্টার ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক বেনজামিন জে. সলোমনসহ একটি দল ৯২টি আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনা করে দেখেছেন, ধূমপান না করা ব্যক্তিদের মধ্যে ফুসফুস ক্যানসারের বেশিরভাগই অ্যাডিনোকারসিনোমা।

গবেষণায় আরও জানা গেছে, ধূমপান না করা রোগীদের মধ্যে ক্যানসার–সম্পর্কিত জিনের পরিবর্তন তুলনামূলক বেশি দেখা যায়। এই জিনগত পরিবর্তন চিকিৎসার ধরন ও কার্যকারিতায় বড় প্রভাব ফেলে।

বিশ্লেষণে বলা হয়, ধূমপান না করা ব্যক্তিদের মধ্যে যাদের ফুসফুস ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি, তারা সাধারণত নিম্নলিখিত এক বা একাধিক কারণের ভুক্তভোগী। সেগুলো হলো- পরোক্ষ ধূমপান (অন্যের ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ), রেডিওএকটিভ পদার্থের সংস্পর্শ, বায়ুদূষণ, অ্যাসবেস্টস (এক ধরনের ক্ষতিকর শিল্প উপাদান) এর সংস্পর্শ এবং নিকট আত্মীয়দের মধ্যে ফুসফুস ক্যানসারের ইতিহাস থাকা।

গবেষক দলটির মতে, এই তথ্যগুলো প্রমাণ করে, শুধু ধূমপান নয়- দূষণ, জিনগত কারণ ও পরিবেশগত প্রভাবও ফুসফুস ক্যানসারের বড় ঝুঁকি তৈরি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here