বগুড়ার শেরপুরে ধূমপান করতে নিষেধ ও চর-থাপ্পর করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্র শ্রী সজিব কুমার (১৬)। সোমবার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম এলাকার স্বপন কুমারের ছেলে এই আত্মহত্যা করেন। তিনি স্থানীয় জামুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে সজিব সিগারেট খাওয়ার সময় তার মামা দেখে ফেলে। বিষয়টি তার নানা নিপেন্দ্রনাথ ও মা প্রতিমা রানীকে জানালে তারা সজিবকে ধূমপান করতে নিষেধ করেন। সেই সঙ্গে চর-থাপ্পর মারেন। এতে অভিমান করে ওই রাতেই রাতের খাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায়ে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় তা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।