‘ধুরন্ধর’ চমক, ১২তম দিনে আয় প্রথম দিনের চেয়ে বেশি!

0
‘ধুরন্ধর’ চমক, ১২তম দিনে আয় প্রথম দিনের চেয়ে বেশি!

রণবীর সিংয়ের ধুরন্ধর সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। সেই সাথে গড়েছে অবিশ্বাস্য ইতিহাস। ফলে বলিউডের সাধারণ বাণিজ্যিক সিনেমার গাণিতিক হিসেবকে পাল্টে গেছে।

সাধারণত মুক্তির প্রথম সপ্তাহের পর যেকোনো সিনেমার আয় যেখানে নিম্নমুখী হয় সেখানে আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি তার দ্বাদশ দিনে এসে উদ্বোধনী দিনের চেয়েও বেশি ব্যবসা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। 

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে যেখানে সিনেমাটি ২৮ কোটি রুপি সংগ্রহ করেছিল সেখানে দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ দ্বাদশ দিনে এর আয় দাঁড়িয়েছে ৩০.৫ কোটি রুপি। সাড়ে তিন ঘণ্টা দৈর্ঘ্যের এই দীর্ঘ সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য বা ‘এ’ সার্টিফাইড হওয়া সত্ত্বেও দর্শকদের হলে টানতে সক্ষম হচ্ছে যা বর্তমান সময়ের বক্স অফিস ট্রেন্ডে এক বিরল ঘটনা।

ভারতের অভ্যন্তরীণ বাজারে এখন পর্যন্ত সিনেমাটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৪১১.৭৫ কোটি রুপি। আর বিশ্বজুড়ে সিনেমাটি ৬৩৪ কোটি রুপির ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। 

সাধারণত দীর্ঘ সময়সীমা এবং সেন্সর বোর্ডের কঠোর সার্টিফিকেটের কারণে যে ধরণের সীমাবদ্ধতা তৈরি হয় তার কোনো প্রভাবই ‘ধুরন্ধর’-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে না। বরং দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here