টানা চার বছর বিরতির পর চলতি বছর তিন ধামাকা নিয়ে হাজির হয়েছেন শাহরুখ খান। বছর তিনি শুরু করেছিলেন পাঠান দিয়ে, মাঝে জওয়ান আর শেষে ডাংকি।
এবার শোনা যাচ্ছে আরেক নতুন খবর। ধুম ৪ সিনেমায় নাকি চোর হিসেবে হাজির হচ্ছে শাহরুখ।
তবে কেউ আবার বলছেন, আরআরআর খ্যাত রাম চরণকে দেখা যেতে পারে ধুম ৪ সিনেমাতে। তবে আরেক দলের দাবি যশরাজ ফিল্মসের নাকি এই ছবিটি নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে শাহরুখের সঙ্গে।
এর আগে শোনা গিয়েছিল, সালমান খানকে নাকি ধুম ৪ সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া