বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর, চৌকিবাড়ী ও গোপালনগর ইউনিয়নের তিনশো দুস্থ পরিবারের মাঝে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর ব্যক্তিগত অর্থায়নে এসব অর্থ বিতরণ করা হয়।
উপজেলার মথুরাপুর ও গোপালনগর ইউনিয়ন পরিষদ চত্বর এবং চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ নগদ অর্থ অসহায়দের হাতে তুলে দেন তিনি।