ধুনটে অপহৃত স্কুলছাত্রী ৫ দিনেও উদ্ধার হয়নি, হতাশায় পরিবার

0

বগুড়ার ধুনটে ৯ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী অপহরণের ৫ দিনেও উদ্ধার হয়নি। এদিকে একমাত্র মেয়েকে ফিরে পেতে থানা পুলিশসহ মানুষের দ্বারে দ্বারে ঘুরছে হতাশাগ্রস্থ ওই পরিবার।

রবিবার দুপুরে ধুনট মডেল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অপহৃত মেয়েটির বাবা মোস্তাফিজুর রহমান আইনী সহায়তা পেতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

মোস্তাফিজুর রহমান আরো বলেন, আমার মেয়েকে অপহরণ করার পরদিন ৩ মে ধুনট থানা পুলিশকে অবগত করলে তারা নিখোঁজের একটি জিডি দায়ের দায়ের করেন। তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়েকে অপহরণ করা হলেও পুলিশ কোনো মামলা নেয়নি। আমার মেয়েকে ফিরে পেতে থানা পুলিশ ও বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোন সহযোগিতা পাইনি। তাই আমার মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, এঘটনায় জিডি দায়েরের পর পরই মেয়েটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। মেয়েটিকে উদ্ধারের পর জবানবন্দি নিয়ে মামলাটি রেকর্ডভুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here