ভারতের মহরাষ্ট্রের পুনে শহরে স্বামী ঋণের টাকা শোধ করতে না পারায় স্ত্রীকে ধর্ষণ করেছেন এক ৪৭ বছর বয়সী সুদি মহাজন। স্থানীয় পুলিশ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ওই ধর্ষককে গ্রেফতার করলে বিষয়টি আলোচনায় আসে।
এই ঘটনা মুঠোফোনেও ধারণ করা হয়। এই ক্লিপ ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমেও।
সূত্র: এনডিটিভি