ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসষ্টান্ড এলাকায় মোটরসাইকেল ও ইট ভাঙার টমটম গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে ধামরাইয়ের বালিথা গ্রামের ইদ্রিস আলীর ছেলে নাইম (২০) তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে কালামপুর আসতে থাকে। এসময় বিপরীত দিক থেকে একটি ইট ভাঙার টমটম গাড়ির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাইম মারা যায়, আর হাসপাতালে নেওয়ার পর তার বন্ধু মারা যায়। নিহত বন্ধুর পরিচয় জানা যায়নি।