ঢাকার ধামরাইয়ের কুশুরা রাধারনগর এলাকার একটি ভুট্টা ক্ষেতে মিলল রাতে নিখোঁজ হওয়া লিটনের (৩৫) লাশ। শুক্রবার সকাল ১১ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। লিটনের বাড়ি কুশুরা ইউনিয়নের নবগ্রাম এলাকায়। তার বাবার নাম বাদশা মিয়া।
জানা যায়, ধামরাইয়ের নবগ্রাম এলাকার লিটন বৃহস্পতিবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তার খোঁজ পায়নি। শুক্রবার সকালে কুশুরার রাধানগর এলাকার একটি ভুট্টাক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ধামরাই থানা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছিল। এছাড়া লাশের গায়ে কোনো আঘাতে চিহ্ন নেই।