ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হলেন ড. আব্দুল লতিফ

0

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদে পদায়ন পেয়েছেন বগুড়ার ধুনট উপজেলার সন্তান কৃষি বিজ্ঞানী ড. মো. আব্দুল লতিফ। সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) পদে তাকে পদায়ন করা হয়।

এর আগে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার পদে কর্মরত ছিলেন। ড. আব্দুল লতিফ ১৯৬৫ সালে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে বিএসসি (এজি) সম্মান ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২০০১ সালে মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here