ময়মনসিংহের হালুয়াঘাটে হাতি তাড়াতে গিয়ে ইদ্রিস মিয়া (৫৩) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইদ্রিস মিয়া একই এলাকার মৃত তৈমুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারত সীমান্তের কাটাঁতার পেরিয়ে নিয়মিত খাবারের সন্ধানে প্রায় ৬০-৭০টি বন্যহাতির দল ধানক্ষেতে হানা দেয়। বোরো মৌসুমের উঠতি ফসল রক্ষায় গ্রামের মানুষ লাঠি, মশাল, পটকা নিয়ে হাতির দলকে তাড়ানোর চেষ্টা করেন। এসময় দলবদ্ধ হাতির পাল থেকে তেড়ে আসা একটি হাতি সবাইকে ধাওয়া করলে অনেকেই নিরাপদ স্থানে পৌঁছাতে পারলেও পল্লী চিকিৎসক ইদ্রিস মিয়া পারেননি। এসময় ওই হাতিটি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পিষ্ট করে চলে যায়। হাতির পাল ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইদ্রিস মিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।