মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতু সংলগ্ন মালির পাথর এলাকায় ধলেশ্বরী নদীতে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি ফরিদপুর জেলার বোয়ালমারি থানার পশ্চিম কামারগ্রামের মোহাম্মদ আলী আবজালের ছেলে কামাল হোসেন।
মৃতদেহের ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।