নারায়ণগঞ্জ সদর থানার ধলেশ্বরী নদীতে ৩ ব্যক্তির লাশ ভেসে উঠেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে করেছে নৌ-পুলিশ। বুধবার সকাল ৮টায় আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে ওই ৩ লাশ উদ্ধার করা হয়।
লাশগুলো হলো- আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. বাবুল মিয়া (৪৭), পুরান গোগনগরের মৃত মতি মিয়ার ছেলে মো. সেলিম(৪০) ও একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে জালাল মিয়া (৫১)।