ধর্ষণ মামলায় রবিনহো গ্রেফতার

0

ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনহো ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাতে সান্তোসে নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। অবশ্য এই মামলায় দুই বছর আগে দোষী সাব্যস্ত হন তিনি। সেখানে তার ৯ বছরের কারাদণ্ড হয়। আর সেই কারাদণ্ড ভোগের জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।

৪০ বছর বয়সী রবিনহো ২০১৩ সালে ইতালির মিলানে আলবেনিয়ান এক নারীকে নৈশক্লাবে ধর্ষণ করেন। এই মামলায় এসি মিলানের সাবেক এই খেলোয়াড় দোষী সাব্যস্ত হন এবং ৯ বছরের কারাদণ্ড পান। ইতালি সরকার তাকে ফিরিয়ে নিতে না পারায় ব্রাজিলকে অনুরোধ করেছিল তার কারাদণ্ডটি যেন দেশেই হয়। এরপর বুধবার ব্রাজিলের একটি আদালতও তার বিরুদ্ধে দেওয়া কারাদণ্ড বহাল রাখে। পাশাপাশি আদালত এও জানান রবিনহোকে কারাভোগ করতেই হবে। তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here