কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাশেমকে ধর্ষণ মালায় কারাগারে পাঠানো হয়েছে। রবিবার তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিনের আদালতে হাজির করে চান্দিনা থানা পুলিশ।
আদালত তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। এর আগে শনিবার রাতে দেবিদ্বার উপজেলা সদর থেকে তাকে আটক করে দেবিদ্বার থানা পুলিশ।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আবুল হাশেমকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। তদন্তের পর তিনি অপরাধী কি না, সেটা বোঝা যাবে।