এক ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের জেলা প্রশাসন। সাতনা জেলার মাইহার শহরে থাকা ওই দুই অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযুক্ত রবীন্দ্র কুমার ও অতুল ভাদুলিয়া ওই মেয়েটিকে ধর্ষণ করার পাশাপাশি তাকে নির্মমভাবে নির্যাতন করেছে বলেও জানিয়েছে পুলিশ।
দুই অভিযুক্তের বাড়িই গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিবারের লোকজন কাকুতিমিনতি করলেও তা আমলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সূত্র: এনডিটিভি